ইতিমধ্যে ১০ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের আসানসোলের বিশেষ আলাদতে পেশ করা হবে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলকে। চারিদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেসব উপেক্ষা করেই সাড়ে সাত'টা নাগাদ অনুব্রতকে নিজাম থেকে বের করা হয়। এরপর স্বাস্থ্যপরীক্ষা এবং সেই সব প্রক্রিয়া মিটে গেলে তাঁকে নিয়ে যাওয়া হবে আসানসোল।
সিবিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে, তদন্তে কোনওরকম সহযোগিতা করছেন না অনুব্রত। এড়িয়ে যাচ্ছেন তদন্তকারীদের প্রশ্ন। ফলে আরও জেরার প্রয়োজন রয়েছে তাঁর সম্পত্তির হদিস পেতে এমনই মত গোয়েন্দাদের। প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের আয়ের ও বিপুল সম্পত্তির কোনও সামঞ্জস্য নেই, গরুপাচারের চক্রের সঙ্গে যোগসাজস-সহ একাধিক দাবিতে গত ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়। সেদিনই আদালত ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন