এদিন, বুধবার সিবিআই-এর ডাকে সাড়া দিলেন না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। বুধবার সকাল থেকেই ছিল জল্পনা, ১০ বার তলব করার পর বুধবার কি তিনি হাজিরা দেবেন সিবিআই-এর সামনে। কথা ছিল এ দিন সকাল ১১টা নাগাদ হাজিরা দেওয়ার।
যদিও এর আগে সব মিলিয়ে ১০ বার অনুব্রত মন্ডলকে ডেকে পাঠিয়েছে সিবিআই। এত বার ডাকার পরে মাত্র একবার তিনি সিবিআই-এর সামনে হাজিরা দিয়েছেন। সেই কারণেই, মঙ্গলবার থেকে খবর পাওয়া যায়, এ বার যদি হাজিরা এড়ান অনুব্রত, তা হলে কড়া ব্যবস্থা নিতে পারে সিবিআই। যদিও সূত্র মারফত বুধবার সকালে খবর পাওয়া যায়, তিনি জিজ্ঞাসাবদের সময় পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন। আগামী ১৪ দিন পর শারীরিক ও মানসিক ভাবে সুস্থ হয়ে তবেই জিজ্ঞাসাবাদের সামনে হাজির হবেন। সব মিলিয়ে সারাদিনে কুড়িটির বেশি ওষুধ খেতে হয় অনুব্রতকে। এর পাশাপাশি কয়েকদিন আগেই তাঁর একটি অস্ত্রোপচার হয়েছে। সেই পরিস্থিতিতে হাজিরা দেওয়ার জন্য সময় দরকার, তেমনটাই মনে করা হচ্ছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন