আরও অস্বস্তি বাড়ল শাসকদল তৃণমূল কংগ্রেসের। গরুপাচারকাণ্ডে সরাসরি যোগ রয়েছে বলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে চার্জশিটে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার, খবর সূত্রের। সূত্র মারফত আরও জানা গিয়েছে, চার্জশিটে সিবিআই দাবি করেছে যে, অনুব্রতর নাম করেই ব্যবসায়ী এনামুল হকের কাছ থেকে টাকা নিতেন দেহরক্ষী সায়গল হোসেন। গত ৭ বছরে বীরভূম, মুর্শিদাবাদ ও কলকাতায় প্রচুর সম্পত্তি কেনেন সায়গল।
চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে যে, পুলিশ কনস্টেবল সায়গল হোসেনের আয়ের সঙ্গে সঙ্গতি নেই সম্পত্তির। চার্জশিটে সিবিআইয়ের দাবি, অনুব্রতর হয়ে ফোন ধরতেন সায়গল। তাঁর সঙ্গে গরুপাচারে ধৃত এনামুল হকের মোবাইলে কথোপকথনের তথ্যও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে বলে খবর। গরুপাচার মামলায় ৯৬ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য মিলেছে বলে চার্জশিটে উল্লেখ সিবিআই-এর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন