আমিরকে নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে। যদিও সেইসব বিতর্কে কোনও দিন গুরুত্ব দেননি আমির খান। দুই প্রাক্তন স্ত্রী রিনা এবং কিরণের প্রতি এখনও ভালবাসা ও সম্মান আছে তাঁর। করণ জোহরের চ্যাট শোয়ে গিয়ে এমনই দাবি করলেন আমির খান। আমির জানান, প্রতি সপ্তাহে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গে একবার অন্তত দেখা করেন তিনি। বলিউডে 'মিস্টার পারফেকশনিস্ট' তকমা পেয়েছেন আমির। তবে ব্যক্তিগত জীবনে একাধিকবার সম্পর্ক ভেঙেছে তাঁর। কেরিয়ারের সাফল্য পাওয়ার আগেই ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। জুনেইদ ও ইরা নামের দুই সন্তান রয়েছে তাঁদের। শোনা যায়, আমিরের সফল কেরিয়ারেও রিনার অবদান রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন