পশ্চিমবঙ্গের নাম বদলে 'বাংলা' করার প্রস্তাব পেয়েছে কেন্দ্রের সরকার। এমনটাই জানালেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ সাইদা আহমেদের একটি প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'পশ্চিমবঙ্গের পরিবর্তে নাম বাংলা করার প্রস্তাব পৌঁছেছে। রাজ্যের প্রস্তাব পৌঁছেছে কেন্দ্রের কাছে।'
এর পরে তিনি আরও বলেন, 'বাংলা, হিন্দি ও ইংরাজিতে পশ্চিমবঙ্গের বদলে বাংলা নাম করার প্রস্তাব এসেছে। রাজ্যের কাছ থেকে নাম বদলের প্রস্তাব পেয়েছে কেন্দ্র।' এদিন সংসদে প্রশ্নের উত্তরে লিখিতভাবে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তাঁর কথায়, 'শেষ ৫ বছরে রাজ্যের নাম বদলের যা প্রস্তাব এসেছে। তাতে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে কেন্দ্র।
এদিন লোকসভায় তৃণমূল সাংসদ সাইদা আহমেদ কেন্দ্রের কাছে জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রক দেশের কতগুলি শহরের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে? হেরিটেজ জায়গাগুলির নাম পরিবর্তনের ক্ষেত্রে নতুন কোনও গাইডলাইন আনা হয়েছে কি না। লিখিত জবাবে নিত্যানন্দ রাই জানান, গত পাঁচ বছরে কেন্দ্র সাতটি শহরের নাম বদলের ছাড়পত্র দিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন