রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায় আরও বাড়ল আক্রান্তের সংখ্যা, বাড়ল মৃত্যুও। রাজ্যের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে নতুন করে কোভিড পজিটিভ হয়েছেন ৩০২৯ জন।
রাজ্য স্বাস্থ্যদফতর বুধবারের বুলেটিন দেখলে দেখা যায়, দৈনিক কোভিড সংক্রমণের নিরিখে এদিনও শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৭৩২ জনের শরীরে বাসা বেঁধেছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। মহানগরীতে এদিন করোনা আক্রান্ত হয়েছেন ৫৭৪ জন। এই সংখ্যা যদিও বুধবারের তুলনায় কম। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২০৮ জন। শতাধিক সংক্রমণের তালিকায় জায়গা করে নিয়েছে বীরভূম, হুগলি, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমান, মালদহে। রাজ্যে মোট অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৮,৮৫৬। একদিনে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫,৯৮১ টি। যার মধ্যে ১৫.৯৮ শতাংশ পজিটিভ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন