শিক্ষক পদে ১৭ হাজার চাকরি তৈরি থাকলেও রাজ্য দিতে পারছে না বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জানালেন, আরও ৩০ হাজার চাকরি তৈরি রয়েছে। কারা সেই চাকরি পাবেন তাও স্পষ্ট করেছেন তিনি। তিনি জানিয়েছেন, আইটিআই এবং পলিটেকনিক থেকে যাঁরা স্কিল ট্রেনিং নিয়েছেন, তাঁদের চাকরির ব্যবস্থা করবে রাজ্য। এর জন্য রাজ্য চাকরি মেলারও আয়োজন করবে বলে জানিয়েছেন তিনি। মমতা বলেন, "আইটিআই ও পলিটেকনিকে স্কিল ট্রেনিং দিচ্ছি। জব ফেয়ার করছি আমরা। চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মিলিয়ে দিচ্ছি।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড' প্রদান অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষায় বাংলা দেশের মধ্যে প্রথম বলেও জানান মমতা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মেধা সবচেয়ে গর্বের মেধা। বিশ্বকে আলোকিত করে। আলোকবর্তিকা নিয়ে যায় ঘরে ঘরে। উচ্চ শিক্ষায় কলকাতা, যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথম সারিতে রয়েছে। সিবিএসই, আইসিএসইর সঙ্গে আমাদের মান এখন এক।" এর পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে তাঁর আহ্বান, "আমাদের ছেলেমেয়েরা স্নাতক হল, আমেরিকা চলে গেল। একটা অনুরোধ, সবাই যদি বাইরে চলে যাও, তা হলে দেশে কে থাকবে। তোমরা বাইরে যাও। পড়াশোনা করে ফিরে এসো। মাতৃভূমি, জন্মভূমিকে ভুলো না। এই মাটিতেই আবার ফিরে এসো। এই মাটি তোমাকে যা দিতে পারে, অন্য কেউ তা দিতে পারে না।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন