নির্মল মাজির পর সায়নী ঘোষ। সেই বিতর্কের রেশ এখনও কাটেনি। আর এমন আবহে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মা অন্নপূর্ণার সঙ্গে তুলনা করলেন তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ। বসিরহাটের হাড়োয়ায় ২১ শে জুলাই-এর প্রস্তুতি সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্নপূর্ণা ঠাকুরের সঙ্গে তুলনা করলেন সায়নী ঘোষ। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার উদ্যোগে হাড়োয়া সার্কাস ময়দানে একুশে জুলাই-এর প্রস্তুতির প্রকাশ্য জনসভায় সায়নী ঘোষ বলেন, "মা অন্নপূর্ণার মতো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সন্তানদের খাদ্যের চিন্তা করেন, যেন সকলে দুধে ভাতে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন