রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শেষ কয়েকদিনের কোভিড গ্রাফ দেখে কপালে চিন্তার ভাঁজ। এমন আবহে ২১ জুলাই সমাবেশ হলে, হু হু করে বাড়বে সংক্রমণ।
আজ, মঙ্গলবার সন্ধ্যায় সেই মামলার রায় দেবে আদালত। ২০২০ এবং ২০২১, দু-বছর করোনার কারণে ভার্চুয়ালি পালিত হয়েছে তৃণমূলের শহিদ দিবস। কালীঘাট থেকে ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃতীয় দফায় জয়লাভের পরেও কোন জনসমাবেশ হয়নি। দলের তরফে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবার রাজপথে হবে ২১ জুলাইয়ের অনুষ্ঠান। প্রধান বক্তা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় হাজির থাকবেন হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন