শিক্ষক নিয়োগ ঘিরে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। এই জট সরিয়ে কবে যে রাজ্যে ফের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে তা বলে বেশ কঠিন। এবার সিবিআইয়ের তলব পেয়ে নিজাম প্যালেসে পৌঁছলেন রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন। পশ্চিমবঙ্গের এসএসসিতে নিয়োগ দুর্নীতির মামলায় মনীশকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবারই নিজাম প্যালেসে কলকাতা সিবিআইয়ের দফতরে হাজির হতে বলা হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার সময়েই শিক্ষা সচিব পৌঁছে যান কলকাতার সিবিআই দফতরে। সূত্রের খবর, তাঁকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গঠন নিয়ে জেরা করতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা।
এসএসসিতে শিক্ষক নিয়োগে দুর্নীতিতে এই উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়েই প্রশ্ন উঠেছিল।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অনেকগুলি মামলা কলকাতা হাই কোর্টে বিচারাধীন। যোগ্যতার নিরিখে নিয়োগ হয়নি বলে অভিযোগ করেছিলেন এসএসসি পরীক্ষার্থীরা। সেই অভিযোগ খতিয়ে দেখতে হাই কোর্ট বেশ কিছু মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগেই জেরা করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ার ম্যান শান্তি প্রসাদ সিংহকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন