২০১৬-র নবম-দশমের সহকারি শিক্ষকের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করল এসএসসি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই প্যানেল প্রকাশ কমিশন। নম্বর বিভাজন-সহ এসএলএসটির প্যানেল প্রকাশ করল কমিশন। ওয়েটিং লিস্টও প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ১২ মে পূর্ণাঙ্গ প্যানেল, ওয়েটিং লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত।
স্কুল শিক্ষক নিয়োগ-দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র দফতরে হাজিরা দেন শিক্ষা দফতরের প্রধান সচিব। সিবিআই সূত্রে খবর, এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠনের ফাইল পাঠিয়েছিলেন মণীশ জৈন , জিজ্ঞাসাবাদে এমনটা জানান তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাই ডেকে পাঠানো হয় মণীশকে। কার নির্দেশে ফাইল পাঠিয়েছিলেন মণীশ? কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি? তাঁর কাছ থেকে জানার চেষ্টা চলছে বল গোয়েন্দা সূত্রে খবর।
এসএসসি দুর্নীতি মামলায় আজ রাজ্যের শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি কার নির্দেশে তৈরি করা হয়েছিল, কীভাবে কাজ করত সেই কমিটি, সেইসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ তাঁর বয়ানও রেকর্ড করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন