প্রত্যাশা ছিলই। ঘটলও তেমনই। চূড়ান্ত ডামাডোলের মধ্যেই শেষ হল শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন। এবারের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রনিল বিক্রমসিঙ্ঘে। ১৩৪টি ভোট পেয়েছেন তিনি।
বলে রাখা ভাল, মোট ছয়বার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন রনিল। গদিচ্যূত গোতাবায়া রাজাপক্ষের শ্রীলঙ্কা পদুজন পেরামুনা দলের সমর্থনেই জয়ী হলেন রনিল,যা নিয়ে দেশের একটি বড় অংশের মানুষ আপত্তি তুলে আসছিলেন। কারণ রাজাপক্ষ পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত রনিল। ক্ষমতা হাতে পেয়ে রাজাপক্ষ পরিবারের হয়ে তিনিই কড়া হাতে বিদ্রোহ দমনে উদ্যত হবেন বলে আশঙ্কা করছেন বিরোধী শিবিরের নেতা এবং আন্দোলনকারীরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন