জোর শোরগোল শিশির অধিকারীর মন্তব্যে। তিনি সাফ জানালেন-তৃণমূলে ছিলাম, আছি, থাকব। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষীয়ান নেতা নিজের অবস্থান পরিষ্কার করেছেন। আজ দেশের রাষ্ট্রপতি নির্বাচন।
এদিন সকাল বেলাতেই দেখা গিয়েছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাকি বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে নিউটাউনের হোটেল থেকে পৌঁছে গিয়েছেন বিধানসভায়। কিন্তু প্রশ্ন ছিল শিশির অধিকারীর অবস্থান নিয়ে। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দিল্লি উড়ে গিয়েছেন শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী।
দিল্লিতে বসেই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শিশির অধিকারী সাফ জানিয়ে দেন,"তৃণমূলে ছিলাম, আছি, থাকব।" ভোট দেওয়া প্রসঙ্গেও জানিয়েছেন, নেত্রীর নির্দেশেই ভোট দিয়েছেন তিনি। তবে রাষ্ট্রপতির নির্বাচনের লড়াইয়ে দ্রৌপদী মুর্মু যোগ্যতর বলেই জানিয়েছেন শিশির। ভোট দেওয়ার পর নিজের অবস্থান নিয়ে মুখ খুলেছেন দিব্যেন্দু অধিকারীও। তাঁর মতে দলের সঙ্গেই আছেন তিনি। সক্রিয় ভাবে হয়তো নেই, নিঃশব্দে আছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন