করোনা সংক্রমণ বাড়ছে প্রায় প্রতিদিন। এবার দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন কার্যত চিন্তার ভাঁজ ফেলেছে। জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৯ জন। দৈনিক আক্রান্তের নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গিয়েছে উত্তর ২৪ পরগনা। রাজ্যের মধ্যে সর্বাধিক আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনায়।
কলকাতাকে ছাপিয়ে সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ৮৩৪। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ২০০ জন।
স্কুল কর্তৃপক্ষের সাফ বার্তা, ক্লাসরুমের পঠনপাঠন বন্ধের কোনও চিন্তাভাবনা আপাতত তাদের মাথায় নেই। এদিকে সংক্রমণ আরও বাড়লে কী হবে? স্কুলগুলি জানিয়েছে, সে ক্ষেত্রে ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে ডাকার পরিকল্পনা করা হচ্ছে। তবে স্কুল বন্ধের কোনও পরিকল্পনা আপাতত তারা করছে না। তবে এই বিষয়ে আগে অভিভাবকদের মতও নেওয়া হবে বলে জানিয়েছে স্কুলগুলি।
সংক্রমণ বৃদ্ধির আবহে যোধপুর পার্ক বয়েজ স্কুল সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সপ্তাহ থেকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পড়ুয়াদের এক দিন অন্তর ক্লাসে ডাকা হবে। প্রাথমিক বিভাগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পড়ুয়ারা ইতিমধ্যেই এক দিন অন্তর ক্লাসে আসছে এই স্কুলে। এদিকে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলও আগামী সপ্তাহ থেকে পড়ুয়াদের পর্যায়ক্রমে স্কুলে আনার সিদ্ধান্ত নিয়েছে। সেই স্কুলে অনেক পড়ুয়াই জ্বর, সর্দি-কাশিতে ভুগছে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন