আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীর সঙ্গে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের প্রেম নিয়ে তোলপাড় গোটা দেশ। ললিত মোদী ইতিমধ্যে সগর্বে ঘোষণা করেছেন নিজের নতুন প্রেম-সম্পর্কের কথা। বৃহস্পতিবার রাতে টুইটারে সুস্মিতার সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করেন অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত এই প্রাক্তন ক্রিকেট কর্তা। কখনও কাঁধে কাঁধ রেখে প্রেম, আবার কখনও ললিতের বক্ষলগ্না সুস্মিতা। এই প্রেম নিয়ে টুইটারে নানা মন্তব্য চলছে।
সংবাদমাধ্যমের পক্ষ থেকে বাবার নতুন প্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছিল রুচিরকে। এতে ছেলের সোজা জবাব, তাঁদের পরিবারের একটা নীতি রয়েছে। কারও ব্যক্তিগত জীবনে অন্য কেউ নাক গলায় না এবং কোনও মন্তব্যও করে না। এর পরে তিনি আরও বলেন, 'আমি এই ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত থাকতে চাই। সত্যি বলতে কারও ব্যক্তিগত জীবন নিয়ে আমরা মন্তব্য করি না। এটা আমাদের পরিবারের নীতি।' এরপর তাঁর সংযোজন, "এটা তাঁর (ললিত মোদী) জীবন, তাঁর সিদ্ধান্ত।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন