কয়লা পাচার কাণ্ডে এবার অভিযুক্ত জয়দেব মণ্ডল এবং গুরুপদ মাঝির বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জয়দেব মণ্ডলের সাড়ে ১৫ কোটি টাকা এবং গুরুপদ মাঝির সাত কোটি ৯০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গায় এবং রাজ্যের বাইরেও কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে এই দু'জনের বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর।
গত বছর সেপ্টেম্বর মাসে কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির বেশ কয়েকজন সহযোগীকে সিবিআই গ্রেফতার করে। তাদের মধ্যেই অন্যতম নাম ছিল গুরুপদ মাঝি এবং জয়দেব মণ্ডল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন