সাংগঠনিক ভাবে প্রথম বার তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে যোগ দিতে চলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন মতুয়ারা। ওই সম্প্রদায়ের অন্তত ১০ থেকে ১৫ হাজার মানুষের শাসকদলের সমাবেশে যোগ দেবেন বলে দাবি করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর।
মমতাবালা বলেন, "অতীতেও ২১ জুলাইয়ের সমাবেশে মতুয়ারা যোগ দিতেন। তবে তা বিক্ষিপ্ত ভাবে। কিন্তু সাংগঠনিক ভাবেই ধর্মতলার সমাবেশে যোগ দেবেন মতুয়ারা। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় গড়ে দিয়েছেন। ধর্মগুরু হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। এ সব মাথায় রেখেই ধর্মতলার সমাবেশে যোগ দেব আমরা।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন