নিয়োগ নিয়ে বেশ চাপে রাজ্য সরকার। প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে কী অগ্রগতি হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে তা জানতে চাইল কলকাতা হাই কোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী মঙ্গলবার সিবিআইকে এই মামলার তদন্তে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে দ্রুত জমা দিতে হবে। বিচারপতিরা সিবিআইয়ের আইনজীবীকে জানান, এই মামলার তদন্তে এখনও পর্যন্ত সিবিআইয়ের কী অগ্রগতি, সে সম্পর্কে আদালত অবগত হতে চায়। তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আইনজীবী জানান, আদালতের নজরদারিতে সিবিআইয়ের ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সেই দল তদন্ত করছে। পুরনো অভিযোগের ভিত্তিতে বেশ কিছু তথ্যও জোগাড় করা হয়েছে ইতিমধ্যে।
এর পর ডিভিশন বেঞ্চ জানায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকে অদ্যবধি কী কী পদক্ষেপ বা তদন্তের ক্ষেত্রে কী কী অগ্রগতি হয়েছে তা তদন্তকারী সংস্থাকে রিপোর্ট আকারে আগামী মঙ্গলবারের মধ্যে জানাতে হবে। আদালত আরও জানিয়েছে, শুধু কিছু বয়ান বা কী কী পদক্ষেপ করা হয়েছে— তা লিখে দিলেই হবে না, সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় নথিও।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন