বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই ইস্যু নিয়ে এবার রাজভবনের দ্বারস্থ হল তৃণমূল প্রতিনিধিদল।
বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, "আমরা মর্মাহত। বিজেপির একজন সাংসদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নারীবিদ্বেষী মন্তব্য করেছেন, তার প্রতিকার দরকার। আমরা তাঁকে দেখেছি বিভিন্ন বিষয়ে টুইট করতে। আমরা বলেছি, মুখ্যমন্ত্রীর এই অপমান নিয়ে যেন তিনি প্রকাশ্যে মতামত। যেভাবে বাবা-মা টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন। আমরা তাঁর কঠিন শাস্তি দাবি করছি। নিঃশর্তে ক্ষমা চাইতে হবে তাঁকে। বিগত দিনে মা দুর্গাকে নিয়ে বলেছিলেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলেছেন। আমরা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছি।"
এদিন কলকাতা বিমানবন্দরের বাইরে দিলীপ ঘোষের বক্তব্য, রাজ্যপালকে দিনরাত অপমান করে তৃণমূল , অথচ এখন তাঁর কাছেই গিয়েছে দিলীপ ঘোষকে গ্রেফতার করানোর জন্য। চাইলে পুলিশ পাঠিয়ে গ্রেফতার করতেও পারে, এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন