মানব পাচারের মামলায় আগেই জড়িয়েছিলেন বিখ্যাত গায়ক দালের মেহেন্দি। এবার তাঁর দুই বছরের সাজা বহাল রাখল পাতিয়ালা আদালত। আজ আদালতে এই সাজা নিয়ে শুনানি হয়, যার পরে আদালত এই মামলায় দালের মেহেন্দির দোষী সাব্যস্ত করেন। মামলার শুনানিকালে আদালত দালের মেহেন্দিকে দোষী সাব্যস্ত করে কিছুক্ষণ পর সাজা দেন। এই মামলাটি ২০০৩ সালের মানব পাচারের ঘটনা। ১৫ বছর পর এই মামলার রায় হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন