মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ইউটিউবে ভিডিয়ো পোস্টের পরেই শুরু হয় বিতর্ক। এর পাশাপাশি শাসকদলের প্রথম সারির নেতৃত্বকে নিয়ে ভিডিয়ো বানিয়ে বিপাকে পড়েন দুই ইউটিউবার পুষ্পল সিংহ রায় ও পল্লব বক্সী। অবশেষে আদালতে স্বস্তি পেলেন দুই ইউটিউবার। দুজনেই শান্তিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন শাসক দলের কয়েকজন নেতৃত্ব। সেই ঘটনাকে কেন্দ্র করেই ভিডিয়ো বানান শান্তিপুরের এই দুই ইউটিউবার। তাদের বিরুদ্ধে একটি শান্তিপুর এবং আরেকটি একবালপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের নোটিশও পাঠায় পুলিশ। অভিযোগ, নানা ইস্যুতে এরা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে নানান পোস্ট করতে থাকে। যার বেশিরভাগই উস্কানিমূলক এবং মানহানিকর পোস্ট। এই অভিযোগেই দুই ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেন। যার পরিপ্রেক্ষিতে রেহাই পেতে কলকাতা হাইকোর্টে মামলা করেন দুই ইউটিউবার পুষ্পল ও পল্লব। সেই মামলার পরিপ্রেক্ষিতেই সমস্ত ধরনের তদন্ত প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করল আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন