কয়লা পাচার-কাণ্ডে ধৃত ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড (ইসিএল)-এর প্রাক্তন কর্তা সুভাষ মুখোপাধ্যায়কে তিন দিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত। এদিন বেলা সাড়ে ১১ টা নাগাদ ইসিএল-এর প্রাক্তন জিএম সুভাষকে তোলা হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। বৃহস্পতিবার সাত জন বর্তমান ও প্রাক্তন ইসিএল কর্তাকে আদালতে তুলে পাঁচ দিনের হেফাজতে নিয়েছিল সিবিআই। তার পর ইসিএলের প্রাক্তন জিএম সুভাষকে গ্রেফতার করে সিবিআই। বিচারক রাজেশ চক্রবর্তীর নির্দেশে তাঁকে তিন দিনের জন্য হেফাজতে নিয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন