কার্ড প্রমাণ দিয়ে প্যারোলে ছাড়া পেয়েছিলেন এই তৃণমূল নেতা। তারপর দুই ছেলের বিয়ে-বউভাতে যোগ দিয়েই হাসপাতালে ভর্তি হন ছত্রধর মাহাত। জামিনের মেয়াদ শেষে শুক্রবার হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু বৃহস্পতিবারই অসুস্থ হয়ে পড়েন ছত্রধর মাহাত। বুকে ব্যাথা নিয়ে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। যদিও পরে তাঁকে রেফার করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দুই ছেলের বিয়ে উপলক্ষে এনআইএ আদালতে আবেদন করেছিলেন। আবেদন মঞ্জুরের পর, প্যারোলে মুক্তি পেয়ে লালগড়ের আমলিয়া গ্রামে আসেন ছত্রধর মাহাত। কয়েকদিন বাড়িতে থেকে বিয়ের কাজ সম্পন্ন করেন। কিন্তু তারপরই বৃহস্পতিবার বিকেলে বুকে ব্যথা অনুভব করায় রাতে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরিস্থিতি বিবেচনা করে সেখান থেকে রাত ১১টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছত্রধর মাহাতকে রেফার করে দেন চিকিৎসকরা। অক্সিজেন দেওয়া হয় তাঁকে। সারারাতই চিকিৎসা চলে। পর্যবেক্ষণে রাখা হয় ছত্রধর মাহাতকে। শুক্রবার সকালে খানিকটা সুস্থ বোধ করেন তিনি। অক্সিজেন ছাড়া থাকেন। তারপরই রিস্ক বন্ডে কলকাতায় আসার সিদ্ধান্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন