তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি কেন? সোমবার রাজ্য সরকারের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। আগামী দু-সপ্তাহের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি রাজ্যে আর কাদের গাড়িতে লালবাতি, কালো কাঁচ ব্যবহার হয়, সেই সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হয়েছে আদালতের তরফে।
লাল বাতির গাড়ি কেন অনুব্রত মণ্ডল চড়বেন? এই প্রশ্ন তুলে গত এপ্রিল মাসে কলকাতা হাই কোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। আইনজীবী তথা বিজেপি নেতা তরুনজ্যোতি তিওয়ারি মামলা দায়ের করে প্রশ্ন তোলেন, একজন জেলা সভাপতি কীভাবে লালবাতি লাগানো গাড়ি চড়ছেন?
প্রসঙ্গত, বরাবরই লালবাতি লাগানো গাড়িতে ঘোরেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সিবিআই তলবে সাড়া দিতে যখন কলকাতা এসেছিলেন কেষ্ট, তখনও সেই গাড়িতেই এসেছিলেন। পরের দিন হাসপাতালেও গিয়েছিলেন লালবাতি লাগানো গাড়িতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন