২০১৯-এর শেষের দিকে ছড়িয়ে পড়া মারণ ভাইরাস করোনা গোটা বিশ্বকেই গ্রাস করে ফেলেছিল। বর্তমানে এই মারণ ভাইরাসের দাপট কিছুটা লাগামে থাকলেও চিন্তা এখনও কমেনি।
সংস্থার ডিরেক্টর টেড্রস আধানম ঘেব্রেইসাস কার্যত জানিয়ে দিলেন, "উহানের ল্যাবেই দুর্ঘটনাবশত করোনা ভাইরাসের জন্ম হয়েছে।" জানা গিয়েছে, সম্প্রতি ইউরোপের এক রাজনীতিবিদকে একথা বলেছেন হু-এর প্রধান। টেড্রস আধানম ঘেব্রেইসাস বলেন, '"করোনা অতিমারীর দু-বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও কোনও সঠিক তথ্যপ্রমাণ নেই এই ভাইরাসের সৃষ্টি কোথা থেকে হয়েছে। এর উৎস নিয়ে অনেক বিভ্রান্তিও রয়েছে। সমস্ত বিভ্রান্তি দূর করতে তদন্তের প্রয়োজন। চিনকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। কারণ চিনেই এর জন্ম হয়েছিল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন