বিতর্কটা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার সেই বিতর্কটা থামল। চন্দন মণ্ডলই আসলে রঞ্জন। অবশেষে সব রহস্যের অবসান ঘটিয়ে আজ হাইকোর্টে একথা জানিয়ে দিলেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। এদিন তিনি আরও বলেন, এরকম হাজার হাজার রঞ্জন আছে, কেন্দ্রবিন্দুতে যে মাকড়সা আছে, তাকে ধরুক সিবিআই।
বেশ কয়েকমাস আগে ফেসবুকে পোস্টে বোমা ফাটিয়েছিলেন রাজ্যের প্রাক্তন অনগ্রসর ও শ্রেণিকল্যাণ মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা উপেন বিশ্বাস। ভিডিও পোস্ট করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, "প্রাক্তন সেনাকর্মী বলেন, স্যর আপনার বিধানসভা কেন্দ্রে চাকরি বিক্রি হচ্ছে। এখানে রঞ্জন (নাম পরিবর্তিত) প্রাইমারি ও আপার প্রাইমারির চাকরি বিক্রি করেন।"
কিন্তু কে এই রঞ্জন? সে বিষয়ে তিনি অবশ্য এতদিন কিছু বলেননি। বুধবার প্রথমবার আদালতে এই রঞ্জনের রহস্যভেদ করলেন উপেন বিশ্বাস।
এর জবাবে উপেন বিশ্বাস বলেন, "দলে সমস্ত দায়িত্ব ভাগ করা ছিল, আমার কোনও দায়িত্ব ছিল না। ফলে, আমার কিছু করার ছিল না। আমি একজন CBI'এর প্রাক্তন আধিকারিক হয়েও এতটাই অসহায় যে, একজন কনস্টেবলকেও কোনও সাহায্যর জন্য বলতে পারি না। এটা কোনও ডাকাতির মামলা নয়।লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের বিষয়। তাই আমি এই বিষয়ে সরব হয়েছি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন