ত্রিপুরায় নয়া দলীয় কার্যালয় তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একটা সময় দলীয় কার্যালয় থাকলেও তার ব্যবহার খুব একটা লক্ষ্য করা যায়নি। সাম্প্রতিক সময়ে বেড়েছে দলের বহর। সংখ্যায় প্রায় প্রতিদিন বাড়ছে দলীয় কর্মী।
ইতিমধ্যেই একাধিক বার সফর করে ফেলেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গিয়েছেন সুস্মিতা দেব, সৌগত রায়, সুখেন্দু শেখর রায়, শত্রুঘ্ন সিনহা -সহ একাধিক সাংসদ। ফলে সংগঠন গড়ে তুলতে প্রয়োজন একটি বাড়ি বা দলীয় কার্যালয়। সেটি চিন্তা করেই এই দলীয় কার্যালয় দ্রুত তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। আগামী মাসের শুরুতেই সেই দলীয় কার্যালয় উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই জানিয়েছেন, ভোট মিটলেই আমি এসে দলীয় কার্যালয় উদ্বোধন করব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন