নিজের সম্পত্তির পরিমাণ কত? স্ত্রী কত পরিমাণ সম্পত্তির মালিক? বিয়ের আগে পর্যন্ত মেয়ের নামে কত সম্পত্তি ছিল? দুই সপ্তাহের (৫ জুলাই মধ্যে পুরো পরিবারের প্রাথমিক শিক্ষক পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে তথ্য দিতে হবে।
এদিকে, অপসারণ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল মানিক ভট্টাচার্য। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হতে হবে পর্ষদ সভাপতিকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক অসুবিধা হবে। এই যুক্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল পর্ষদ সভাপতি।
সুব্রত তালুকদারের বেঞ্চে মামলা গ্রহণের আর্জি জানান হয়েছিল। কিন্তু আদালত জানিয়েছে নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে তারপরেই ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহণ করবে। পর্ষদে আজই দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে। তারপরই হবে এই মামলার শুনানি।
গতকাল প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পর্ষদ সভাপতি আবার তৃণমূল বিধায়কও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁকে সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পাশাপাশি মঙ্গলবার তাঁকে সশরীরে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না নতুন সভাপতি নিয়োগ হচ্ছে ততদিন পর্ষদের দায়িত্বে থাকবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন