বর্তমান রাজ্য সরকারের বেশকিছু সিদ্ধান্তে রাজ্যের শিক্ষাক্ষেত্রে ক্রমান্বয়ে জমছে বিতর্কের ভিড়। একের পর এক নিয়োগ-দুর্নীতির অভিযোগ। আটকে আছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। প্রায় ৭ বছরের বেশি সময় আটকে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। এর পাশাপাশি ক্রমেই দীর্ঘ হওয়া গ্রীষ্মাবকাশ, স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষক মহলের কপালে ভ্রুকুটি এঁকেছে।
শিক্ষকদের অনেকেরই প্রশ্ন, মার্চের শেষে মধ্যশিক্ষা পর্ষদ রুটিন ঘোষণা করে জানিয়েছিল তিনটে পর্যায়ক্রমিক মূল্যায়ন কবে হবে। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, ৭ মে-র মধ্যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, ২০ অগস্টের মধ্যে দ্বিতীয় এবং ২৫ নভেম্বরের মধ্যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ করতে হবে। দশম শ্রেণির পড়ুয়া, যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের ১৭ নভেম্বরের আগে পর্যায়ক্রমিক পরীক্ষা শুরু করা যাবে না এবং ৩০ নভেম্বরের মধ্যে পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ করতে হবে বলে স্কুলগুলিকে জানানো হয়েছিল। দীর্ঘ গরমের ছুটির ফলে এই রুটিন মেনে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নই শুরু করা যায়নি।
পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসুর মতে, "পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন জুলাই মাসের প্রথম সপ্তাহে, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অগস্ট মাসের শেষ সপ্তাহে এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নেওয়া ছাড়া উপায় কী। এই মর্মে নির্দেশনামা প্রকাশ করলে ভাল হয়।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন