স্থিতিশীল হলেও এখনও বেশ সংকটজনক অবস্থায় রয়েছেন তরুণ মজুমদার। বয়স জনিত কারণে তিনি বেশকিছু সমস্যায় ভুগছেন। বর্ষীয়ান এই পরিচালক খেতে পারছেন না একেবারেই। তাই রাইস টিউব দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে তাঁকে।
শরীরে অক্সিজেন সরবরাহে যাতে কোনও সমস্যা না হয় তাই গলায় নল পরানো হয়েছে। বুধবার ফের মেডিক্যাল বোর্ড বসবে। চিকিৎসকদের মূল চিন্তা এখন তরুণবাবুর বয়স এবং সংক্রমণের সম্ভাবনা। এই কারণে বুধবার ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে, যাতে কোনও ভাবে গলার অক্সিজেন সরবরাহকারী নল খুলে মুখ দিয়েই অক্সিজেন দেওয়া যায়। এর ফলে সংক্রমণের সম্ভাবনা কিছুটা কমবে বলে মনে করছেন চিকিৎসকরা। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কিডনির সমস্যা রয়েছে বলে খবর। এই মুহূর্তে ICU-তে রাখা হয়েছে তাঁকে। ইতিমধ্যেই পরিচালকের কোভিড টেস্ট করা হয়েছে। কিডনির সমস্যার সঙ্গে, হার্ট ফেলিওরের মতো পরিস্থিতি তৈরি হয়, তারপরই সিসিইউতে স্থানান্তর করা হয় তাঁকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন