শিক্ষক নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এস এস সি নিয়োগ দুর্নীতি মামলায় মামলাকারীদের তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। ইতিমধ্যে মামলাকারীদের থেকে তথ্য ও নথি চেয়ে ডেকে পাঠানো হল ইডি দফতরে।
সূত্রের খবর, বুধবার দুপুরে ইডির তরফে যোগাযোগ করা হয় মামলাকারীদের সঙ্গে। ববিতা সরকারের আইনজীবীরা জানান, মামলার কাজে বর্তমানে কোলকাতায় ববিতা। এরপর বৃহস্পতিবারই ববিতাকে ডাকা হয়। যদিও ওইদিন মামলার কারণে যাওয়া সম্ভব নয় বলে জানানো হয়।
সূত্র মারফত আরও জানা যাচ্ছে, নিয়োগে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তাই নথি ও সাক্ষ্য প্রমাণ সংগ্রহে সক্রিয় ইডি। মামলাকারীদের অভিযোগ ছিল টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে অযোগ্যদের। বঞ্চনার অভিযোগ করেন মামলা চলাকালীন। নবম-দশম শ্রেণিতে গণিতে নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ আব্দুল গণি আনসারির। তাঁর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। ববিতা সরকারের মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতার চাকরি বাতিল হয়। মন্ত্রী পরেশ অধিকারীকে সিবিআই হাজিরার মুখোমুখি হতে হয়। অঙ্কিতা অধিকারীর চাকরি ইতিমধ্যে বরখাস্ত করেছে আদালত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন