শোভন কি তবে তৃণমূলে ফিরছেন অবশেষে! বৈশাখীকে নিয়েই তিনি কি ফিরবেন তৃণমূলে? বুধবার হঠাৎ নবান্নে শোভন-বৈশাখীর উপস্থিত হওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনা বাড়িয়ে দিয়েছে অনেকগুণ। হঠাৎ বঙ্গ রাজনীতিতে চমক দিয়ে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন অন্যদিকে মোড় নিতে চলেছে।
২০১৯-এর অগস্টে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায়।
সূত্রের খবর, ২১ জুলাইয়ের মঞ্চেই ফের তৃণমূলের ফিরতে পারেন শোভন। সঙ্গে বৈশাখীও। নবান্ন থেকে বেরিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'মমতাদির চিন্তাভাবনা, ইচ্ছা বাস্তবায়িত করাটাই আমার কর্তব্য বলে মনে করি'। আর বৈশাখীর মন্তব্য, 'রাজনৈতিক আলোচনা হয়েছে। ভাই-দিদির কথা শুনছিলাম। আগামি দিনে সময় কথা বলবে। আমি মনে করি, শোভনের রাজনীতিতে অনেক কিছু দেওয়ার আছে। অভিমানের প্রাচীর ভেঙেছে'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন