চলতি সপ্তাহে আর হয়তো কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। মঙ্গলবার পঞ্চম দফা তলবে রাহুলকে ১২ ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক লেনদেন নিয়ে বেশকিছু অভিযোগ ছিল রাহুল গান্ধির বিরুদ্ধে। এবার সেই ইস্যুতে গত ১৩ জুন প্রথমবার দিল্লিতে ইডি দফতরে হাজিরা দেন রাহুল। সেখানে লাগাতার তিনদিন প্রায় ২৭ ঘণ্টা রাহুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর পর মাঝে বেশ কিছু দিনের বিরতির পর ২০ জুন আবারও রাহুল গান্ধিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন