করোনার সময় বহু মানুষ চাকরি হারিয়েছেন। অনেকের বেতন কমিয়ে দেওয়া হয়েছে। বহু ব্যবসা গুটিয়ে দিতে বাধ্য হয়েছেন অনেকেই। সাধারণ মানুষের দুর্দশা লাঘবে একসময়ে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল নরেন্দ্র মোদীর সরকার।
ব্যয় বিভাগের তরফে জানানো হয়েছে, এটি দেশের আর্থিক পরিস্থিতির জন্য মোটেই ভালো নয়। ব্যয় বিভাগের তরফে জানানো হয়েছে, পেট্রল-ডিজেলের উপর শুল্ক কমানোর ফলে রাজস্বের উপর প্রায় ১ লাখ কোটি টাকার বোঝা চেপেছে। যদি এরপর জ্বালানিতে ফের একবার ভর্তুকি দেওয়া হয় বা এক্সাইজ ডিউটিতে ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রে আর্থিক বোঝা আরও বাড়বে। ব্যয় বিভাগের তরফে জানানো হয়েছে, যেহেতু করোনার প্রভাব অনেকটাই কমে গিয়েছে। তাই এই স্কিম বন্ধ করা যেতে পারে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন