এদিন, বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর জন্য বেশকিছু নয়া সুবিধার কথা নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া প্রমোশনের সুবিধা থেকে শুরু করে মেডিকেল বেনিফিট একাধিক ক্ষেত্রে নতুন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী। এর পাশাপাশি নতুন করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস নিয়োগ এর কথাও এদিন নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের জন্য এক গুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন "ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এর অফিসারদের জন্য দুটো করে বাড়তি ইনক্রিমেন্ট এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএস ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস অফিসারদের ডিপার্টমেন্টাল পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের বদলে এবার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার থেকে দেওয়া যাবে।"পাশাপাশি আইএএস,আইপিএস রা যেমন স্পেশাল অ্যালাউন্স বা বিশেষ ভাতার সুবিধা পান সেই সুবিধা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসাররাও পাবেন বলে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন "বার্ষিক হেলথ চেকআপ আইএস,আইপিএসদের যেমন করা হয়েছে তেমনই ৪০ বছরের উপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসারদেরও বাধ্যতামূলকভাবে সরকারি খরচে হেলথ চেকআপ করা হবে।"এদিন ইউনিফর্ম অ্যালাউন্স ২০০ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি এদিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের অফিসার দের জন্য নতুন করে একটি ফোরাম করা হল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন "এতদিন ওয়েস্টবেঙ্গল পুলিশ সার্ভিস এর অফিসারদের কোন ফোরাম কিছু ছিল না। ওদের জন্য আমি একটি ওয়েলফেয়ার ফোরাম ঘোষণা করছি। রাজ্যে এখন ৫৫০ জন ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের আছে। আর ৮৫ জন ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্য থেকেও প্রমোশন পেয়ে আইপিএস হয়ে আছে। এর ফলে ওরা উপকৃত হবে। আমি আশা করি এর মাধ্যমে ওরা ওদের অভাব অভিযোগ জানাতে পারবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন