এবারের এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু। ২০জনের নাম নিয়ে আলোচনা হয়েছে, জানালেন জেপি নাড্ডা।
কে এই দ্রৌপদী মুর্মু?
১৯৫৮ সালের ২০ জুন জন্ম ওড়িশায় ময়ুরভঞ্জ জেলায়।অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু। ওড়িশার সেচ দফতরে চাকরিও করেছেন। ১৯৯৭ সালে বিজেপি যোগ দেন দ্রৌপদী মূর্মু। সে বছরই প্রথমে ওড়িয়ার রায়রাংপুর জেলার কাউন্সিলর ও পরে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দৌপদী মুর্মু। ২০০০ সালে রায়রংপুর থেকে বিধায়ক নির্বাচিত হন দৌপদ্রী। ২০০২ সাল পর্যন্ত ওড়িশার পরিবহণ ও বাণিজ্যমন্ত্রী ছিলেন তিনি। ২০০২ থেকে ২০০৯ পর্যন্ত বিজেপির ময়ুরভঞ্জ জেলার সভাপতি ছিলেন দ্রৌপদী মূর্ম। ২০০৪ সালে রায়রংপুর থেকে ফের বিধায়ক নির্বাচিত হন দৌপদী মুর্মু। বিধায়ক ছিলেন ২০০৯ পর্যন্ত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন