সেট পরীক্ষার ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিল কলেজ সার্ভিস কমিশন। শীঘ্রই সেই পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে একটি রিপোর্টে জানানো হয়েছে। যে পরীক্ষা ডিসেম্বরে হতে পারে। কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা সেটের অধিকাংশ বিষয়ের প্রশ্নপত্র বাংলায় হবে (ইংরেজিতে তো হবেই)। নয়া ভাবনাচিন্তা করছে কমিশন।
সূত্রের খবর, খুব শীঘ্রই তার সিদ্ধান্ত আকারে বিজ্ঞপ্তি দিয়ে জানাবে কলেজ সার্ভিস কমিশন। আগামী ডিসেম্বর মাসেই কলেজ সার্ভিস কমিশন ফের 'সেট' পরীক্ষা নেবে। বিজ্ঞান বিষয়গুলি বাদে বাকি প্রত্যেকটি বিষয়ে প্রশ্নপত্র যাতে বাংলাতে করা যায় সেই বিষয়ে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এতদিন ইংরেজিতেই সেট এর প্রশ্নপত্র হত কলেজ সার্ভিস কমিশন এর। কিন্তু প্রাথমিকভাবে ১৫ থেকে ২০ টি বিষয়ের বিষয়ভিত্তিক পরীক্ষার প্রশ্নপত্র আগামি ডিসেম্বর মাসে বাংলাতেই করার পথে কমিশনের আধিকারিকরা। কমিশন সূত্রে খবর হিউম্যানিটিস, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন-সহ কয়েকটি বিষয় বিষয় ভিত্তিক প্রশ্নপত্র বাংলাতে করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে নিয়েছে কমিশন। কমিশন এর আধিকারিকদের দাবি ছাত্র-ছাত্রীদের কাছে সেট পরীক্ষা আরো সহজ করে তোলার জন্যই এই উদ্যোগ। কলেজ সার্ভিস কমিশনের এই উদ্যোগকে অবশ্য স্বাগত জানাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন