একসময় বাড়ির বউ কিংবা মেয়েদের অভিনয় করা কাপুর বাড়িতে প্রায় নিষেধ ছিল। ঠিক যেকারণে বিয়ের পর অভিনয় জগতে আর পা রাখেন নি জানিয়েছিলেন ববিতা কাপুর, নীতু সিং'রা। তবে কালের নিয়মে কাপুর পরিবারে বদলেছে নিয়ম। কাপুর বাড়ির মেয়ে হয়েও বলিউডে কেরিয়ার গড়েছেন করিশ্মা-করিনা। এমনকি ঋষি কাপুরের মৃত্যুর পর ফের ফিল্মি কেরিয়ারে ফিরেছেন নীতু কাপুর। খুব শীঘ্রই 'যুগ যুগ জিও' ছবিতে দেখা যাবে তাঁকে।
হ্যাঁ, ঠিকই শুনছেন। আলিয়া এই মুহূর্তে হলিউডের ছবি 'হার্টস অফ স্টোনস'-এর শুটিংয়ে লন্ডনে রয়েছেন। এদিকে বৌমা আলিয়ার হলিউডে কাজ করা নিয়ে সম্প্রতি প্রশ্নের মুখে পড়তে হয় শাশুড়িমা নীতু কাপুরকে। হলিউডের ছবিতে সই করার আগে আলিয়া কি তাঁর পরামর্শ নিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে নীতুর সোজাসুজি জবাব, ''আজকাল ছেলেমেয়েরা কাউকে জিজ্ঞাসা করে কিছু করে না। আর আলিয়া তো আমাদের পরিবারে নতুন। হলিউড হোক কিংবা বলিউড ও যেখানে খুশি কাজ করতে পারে। দুই ফিল্ম ইন্ডাস্ট্রিই আলিয়াকে পেয়ে খুশিই হবে।''
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন