মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দিদিকে বলো'র অনুপ্রেরণায় এবার ডায়মন্ড হারবারে 'এক ডাকে অভিষেক' কর্মসূচির সূচনা করলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চালু হল টোল ফ্রি হেল্পলাইন নম্বর। পৈলানে জনসভায় অভিষেক বললেন, 'যার যা সমস্যা, অভিযোগ, পরামর্শ ফোন করে জানান।
ডায়মন্ড হারবার এলাকার জন্য চালু হচ্ছে নয়া টোল ফ্রি হেল্পলাইন নম্বর -৭৮৮৭৭৭৮৮৭৭। সূত্রের খবর, এই নম্বরে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানাতে পারবেন এলাকার বাসিন্দারা। সমস্যার সমাধানও হবে দ্রুত। পরিষেবার নাম দেওয়া হয়েছে 'এক ডাকে অভিষেক'। অর্থাৎ হাত বাড়ালেই সাংসদকে পাবেন সংশ্লিষ্ট সংসদীয় এলাকার বাসিন্দারা। সাধারণত ভোটে জেতার পর এলাকায় জনপ্রতিনিধিদের দেখা পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে। তৃণমূল জমানায় অনেকাংশেই সেই 'মিথ' ভেঙেছে। এই পরিষেবা চালু করে অভিষেক কার্যত প্রমাণ করে দিলেন, শুধুমাত্র নির্বাচনী রাজনীতি তিনি করেন না। বরং মানুষের পাশে দাঁড়াতেই ভালবাসেন তিনি, এমনটাই বলছে তাঁর সংসদীয় এলাকার বাসিন্দারা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন