২৩ জুন ত্রিপুরার গুরুত্বপূর্ণ দুই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে সোমবার নির্বাচনী প্রচারে আগরতলা সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় ভাল কিছু করার লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস লড়াই করতে নেমেছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, "সিপিএমের সন্ত্রাসকে ছাপিয়ে গিয়েছে বিজেপি। ত্রিপুরার উন্নয়নই আমাদের লক্ষ্য। বর্তমানে সংবাদমাধ্যমও বিজেপির আক্রমণের মুখে। বেকারত্বে ত্রিপুরা এক নম্বরে। ত্রিপুরার বেকারত্বের হার ১৮ শতাংশ। বাংলায় বেকারত্বের হার ৪ শতংশ। ১৪৫কোটি টাকা বরাদ্দ হয়েছিল ত্রিপুরার স্মার্ট সিটির জন্য। কোথায় সেই স্মার্ট সিটি? এক ঘণ্টা বৃষ্টি হলে গলা জল। এমনকী NCRB রেকর্ডে রাজনৈতিক সন্ত্রাস সবথেকে বেশি ত্রিপুরায়। বিজেপির রাজত্বে ভুয়ো প্রতিশ্রুতির পাহাড়। স্বাস্থ্য ব্যবস্থাও বেহাল।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন