রাজ্যে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বার সংক্রমণ ছড়াল কলকাতা পুলিশেও। কোভিডে আক্রান্ত হলেন কলকাতা পুলিশের দুই কর্মচারী।
এই দুই পুলিশ কর্মীর মধ্যে একজন বুস্টার ডোজ ইতিমধ্যেই নিয়েছেন বলে লালবাজার সূত্রের খবর। তাঁদের মধ্যে একজন কালীগঞ্জ থানার কনস্টেবল, অপরজন আলিপুর বডি লাইনের কনস্টেবল। বর্তমানে এই দুই পুলিশ কর্মী আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন লালবাজারের এক শীর্ষ কর্তা। ২০২০ সালে যখন করোনাভাইরাসের প্রকোপ মারাত্মক আকার নেয়, সেই সময় কলকাতা পুলিশের মোট ৬ হাজার ২০০ জন পুলিশ কর্মী এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একাধিক পুলিশকর্মীর মৃত্যু পর্যন্ত হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন