ফের করোনা আতঙ্ক গোটা দেশে। প্রায় প্রতিদিন বাড়ছে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ। সপ্তাহের প্রথম দিন কোভিড গ্রাফ নতুন করে চিন্তা বাড়াল চিকিৎসকদের। বেশ কয়েকদিনের ঊর্ধ্বমুখী সংক্রমণের হার খানিকটা নিম্নমুখী হয়েছিল রবিবার। কিন্তু সোমবার আবারও বাড়ল আক্রান্তের সংখ্যা। দেশের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড (COVID-19) পজিটিভ ১৭ হাজার ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে মহামারীতে আক্রান্ত হয়েছেন ৪৯৩ জন। যদিও রবিবার কারও মৃত্যুর খবর নেই। তবে তার আগে ২ জনের মৃত্যুতে চিন্তা বেড়েছিল অনেকটাই। কলকাতা মেডিক্যাল কলেজে ফের করোনা আতঙ্ক। চার থেকে বেড়ে ১০জন পড়ুয়ার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবার কোভিডে আক্রান্ত ছিলেন ৪ জন। আজ সেটা বেড়ে ১০ হয়েছে। কয়েকজন ভর্তি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে। বাকি পড়ুয়ারা হস্টেলে আইসোলেশনে রয়েছেন।
অন্যদিকে আগামিকাল থেকে শুরু হচ্ছে এমবিবিএস-এর তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। সব করোনা আক্রান্ত পড়ুয়া পরীক্ষা দেবে আলাদা একটি ঘরে। বাকি পড়ুয়ারা পরীক্ষা দেবে অন্য ঘরে। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, সব পরীক্ষার্থী র্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরে হলে প্রবেশের অনুমতি পাবেন। যে সকল পড়ুয়ার রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের পাঠিয়ে দেওয়া হবে অন্য ঘরে। যে ১০ জন পড়ুয়া আক্রান্ত হয়েছেন তাঁরা ছাড়াও বেশ কয়েকজনের শরীরে মৃদু উপসর্গ রয়েছে। তাঁদেরও অবিলম্বে কোভিড পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন