গতকাল স্কুল খোলার ঘোষণায় খুশি শিক্ষক মহলের বড় অংশ। তবে, বেশ কিছু প্রশ্ন এখনও ঘুরপাক খাচ্ছে তাঁদের মধ্যে। একই সঙ্গে স্কুল খুললে এবং পাড়ায় শিক্ষালয় চললে দু-টির ভারসাম্য রক্ষা হবে কীভাবে? বিভিন্ন প্রধান শিক্ষক সংগঠনের বক্তব্য, উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়া তরান্বিত হয়েছে এটা ঠিকই। তবে, এর ফলে গ্রামাঞ্চলের বহু স্কুলে শিক্ষক পদ খালি হয়েছে। কারণ, শিক্ষকদের পছন্দের স্কুল অধিকাংশ ক্ষেত্রেই শহরাঞ্চলে।
প্রসঙ্গত, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খুলছে। সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম শ্রেণি থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন শুরু হচ্ছে অফলাইনেই। জানা গিয়েছে, ৩ ফেব্রুয়ারি থেকে স্কুল খুলবে। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা স্কুলে যাবে। ক্লাস শুরু হবে কলেজ, ইউনিভার্সিটিরও। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন হবে 'পাড়ায় পাঠশালা'য়। ছোটদের স্কুল এখনই খুলছে না। ৪, ৫ সরস্বতী পুজো। ছেলেমেয়েরা পুজো করতে পারবে। সরকারি, বেসরকারি অফিসে ৭৫ শতাংশ হাজিরা নিয়ে হবে কাজকর্ম।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন