মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক আগামীকাল থেকেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প। রাজ্যের প্রতিটি জেলার জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের স্কুল শিক্ষা দফতর এমনটাই নির্দেশ দিয়েছে বলেই খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার অন্তত একটি করে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত। মঙ্গলবার রাতে স্কুল শিক্ষা সচিব একটি বৈঠক করেন বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে।
ওই নির্দেশে বলা হয়েছে, বড় মাঠ হলে ৮০ থেকে ১০০ জন পড়ুয়া, ছোট মাঠ হলে ৪০ থেকে ৫০ জন পড়ুয়া নিয়ে ক্লাস নিতে হবে। যদি কোনও ছাত্র ছাত্রীর বাড়ি স্কুল থেকে দূরে হয় তাহলে তার নিকটবর্তী স্কুলের যেখানে পাড়ায় শিক্ষালয় প্রকল্পের ক্লাস নেওয়া হচ্ছে সেখানে গিয়ে সে ক্লাস করতে পারবে। তার উপস্থিতি একটি সাদা কাগজে নথিবদ্ধ করতে হবে। গতকালকে বৈঠকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন