ফের নিয়োগ ঘিরে গুরুতর অভিযোগ। ২০১৬ সালের স্কুলশিক্ষক (এসএলএসটি) নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। ওই নিয়োগ প্রক্রিয়া সূত্রে স্কুল সার্ভিস কমিশন যে তালিকা প্রকাশ করেছে, সেটি ইন্টারভিউ-এ প্রাপ্ত নম্বরভিত্তিক তালিকা, না মেরিট লিস্ট?
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালু হয়। সেখানে ১১ দফা অনিয়মের অভিযোগ তুলেছেন ওয়েটিং লিস্টে থাকা শ্রীমন্ত মাইতি সহ অন্যরা। তাঁদের আইনজীবী আশিস চৌধূরি আদালতকে জানান, যে পরিমাণ শূন্যপদ দেখানো হয়েছে, তা অস্বাভাবিক। প্রকৃত শূন্যপদ কম দেখিয়ে ঘুরপথে নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, কম নম্বর প্রাপকদের চাকরি দেওয়া হয়েছে। তৃতীয়ত, প্রার্থীপদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। চতুর্থত, প্রার্থীদের ডাকার সময় প্রতি পদ পিছু ১.৪ জনকে ডাকার নিয়ম মানা হয়নি। পঞ্চমত, পরীক্ষা না দিয়েও তালিকায় নাম উঠেছে, এমন উদাহরণও রয়েছে। এছাড়া আরও একগুচ্ছ অভিযোগ করেছেন শ্রীমন্তবাবুদের আইনজীবী। এর পাশাপাশি মামলাকারীদের বক্তব্য, এই নিয়োগ প্রক্রিয়ার জন্য তৈরি বিধির ১২ নম্বর ধারার ছয়, সাত ও আট নম্বর উপধারা সঠিকভাবে অনুসরণ করা হয়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন