আনিস খান হত্যাকাণ্ডে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল আমতা থানার ওসি দেবব্রত চক্রবর্তীকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁকে ছুটিতে পাঠানো হল বলে জানা গিয়েছে।
এদিকে, এদিন হাওড়ায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যু ঘিরে বিক্ষোভ এ বার রণক্ষেত্রের চেহারা নিল। বৃহস্পতিবার দুপুরে আনিসের বাবা সালেম খানের নেতৃত্বে আমতা থানার সামনে জড়ো হন বহু মানুষ। মিছিলে ছিলেন ফুরফুরা শরিফের পিরজাদা কাসেম সিদ্দিকিও। সেখানে থানার ভিতরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশি ব্যারিকেড ভেঙে থানায় ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তাতে ধুন্ধুমার বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ।
এ দিন দুপুরে মিছিল করে আমতা থানার সামনে পৌঁছয় বিক্ষোভকারীর দল। এর পরে বিক্ষোভকারীরা থানায় ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দিতে এগিয়ে আসে পুলিশ। তাতে পুলিশের ব্যারিকেড ধরে টানাটানি শুরু হয়ে যায়। দফায় দফায় ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়। তুলে ফেলে দেওয়া হয় গার্ডরেল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ। তাতে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়ায় আমতা থানার সামনে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খণ্ডযুদ্ধের মধ্যে এ দিন আমতা থানার সামনে অবস্থানেও বসেন বিক্ষোভকারীরা। আনিসের পরিবারও নিজেদের দাবিতে অনড়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন