এবছর অফলাইনেই হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। মার্চের সাত তারিখ শুরু হচ্ছে মাধ্যমিক। এপ্রিলের শুরুতে উচ্চ মাধ্যমিক। করোনা আবহে জল্পনা ছিল জোড়া পরীক্ষা ঘিরে। মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিবের পৌরহিত্যে সমস্ত জেলাশাসকদের সঙ্গে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের প্রস্তুতি বৈঠক হয়। বৈঠকের পরেই স্পষ্ট হয় প্রায় ১৯ লক্ষ পড়ুয়ার এই জোড়া পরীক্ষা হবে অফলাইনেই। বুধবার ২৩ ফেব্রুয়ারি, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।
প্রসঙ্গত, এবার মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালীন বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। প্রশ্নপত্র যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য পরীক্ষাকেন্দ্র সংলগ্ন নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে দুই বোর্ডের তরফে। এই প্রসঙ্গে মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী প্রতিটি জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে ভিডিও কনফারেন্স করেন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। অফলাইনে পরীক্ষা নেওয়ার জন্য কী ধরনের ব্যবস্থা করা হয়েছে তা নিয়েই মূলত আলোচনা হয়। সেই বৈঠকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় স্কুল শিক্ষা দফতরের তরফে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয় দুই বোর্ডের তরফে। অতীতেও মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের একশো মিটারের মধ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। যদিও এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য স্বরাষ্ট্র দফতর। এর পাশাপাশি, প্রতিটি জেলার স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে। এই দিনের বৈঠকে সেই প্রস্তুতি নিয়েই আলোচনা করেন মুখ্য সচিব।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন