বারও কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই হবে পুরভোট। হাইকোর্টকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। এদিকে আবার কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মামলা গড়াল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের দ্বারস্থ হল বিজেপি। এই মামলার শুনানি আগামিকাল, শুক্রবার। চলতি মাসে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগর পুরনিগমে কিন্তু রাজ্য পুলিশ দিয়েই ভোট হয়েছিল। বাকি ১০৮ পুরসভার নির্বাচনে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে? কমিশনকেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর আদালতের নির্দেশ মেনে স্বরাষ্ট্রসচিব রাজ্য় পুলিসের ডিজি ও এডিজি সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। কী আলোচনা হল? কমিশন সূত্রে পাওয়া খবর, বৈঠকে নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়ে দেন, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে চান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন