রবিবার ১০৮ পুরসভার নির্বাচন। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন কি না? কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি হবে না? সেই বিষয়ে সিদ্ধান্ত কমিশনের উপরই ছাড়ল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, কমিশন ১০৮টি পুরসভার বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখবে।
উল্লেখ্য, এর আগে ১২ ফেব্রুয়ারি ৪ পুরনিগমের ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি হবে না, সেই সিদ্ধান্ত কমিশনের ঘাড়েই ছেড়েছিল হাইকোর্ট। কোনও অশান্তি হলে সেক্ষেত্রেও কমিশনার ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলে নির্দেশ দিয়েছিল আদালত। ১২ ফেব্রুয়ারির ভোটে অবশ্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়নি কমিশন। এবার দেখার ১০৮ পুরসভার ভোটে কমিশন কী সিদ্ধান্ত নেয়। ২৭ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ১০৮ পুরসভা নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। ফল ঘোষণা ২ মার্চ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন