এসএসসি-র গ্রুপ সি দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। তার বদলে প্রাক্তন বিচারপতি আরকে বাগের নেতৃত্বাধীন কমিটির হাতেই অনুসন্ধান ভার দিল রাজ্যের সর্বোচ্চ আদালত। গ্রুপ-ডি মামলাতেও এই কমিটিই তদন্ত করছে। আগামী তিন মাসের মধ্যে গ্রুপ-সি মামলায় তদন্ত করে প্রাথমিক রিপোর্ট আদালতকে দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।
এদিকে, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হল তিন সপ্তাহ। কিন্তু যাদের যাদের অবৈধভাবে নিয়োগ হয়েছে তা যদি প্রমাণিত হয় তাহলে চাকরির প্রথমদিন থেকে আদালতের নির্দেশ পর্যন্ত যে বেতন তারা পেয়েছেন তা সম্পূর্ণ ফেরত দিয়ে দিতে হবে।
বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে বৃহস্পতিবার উঠে আসে এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, 'এমন একটি গোপনীয় নথিতে কে স্বাক্ষর করতে পারে। ডিজিটাল স্বাক্ষর! তার পাসওয়ার্ড থাকে। আমরা জানি কি ভাবে স্বাক্ষর করতে হয়। এটা খুব গোপনীয়। আপনি বলছেন এটা করেন নি।
হলফনামা যাই দিন, তথ্য মিথ্যা হয়ে যাবে না। এমন অপব্যবহার হয় কি করে।আমাদের এখনও সন্দেহ আছে কমিশন আইন মত কাজ করছে কিনা!'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন